বন ধন যোজনায় উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ গোর্খাবস্তিস্থিত নেহরু কমপ্লেক্সে ভিডিভিকে প্রোডাক্ট আউটলেটের আনুষ্ঠানিক সূচনা করা হয়। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা এই আউটলেটের সূচনা করে বলেন, এই আউটলেটের মাধ্যমে ভিডিভিকে কমিটিগুলির মাধ্যমে উৎপাদিত পণ্য সামগ্রীগুলি জনসাধারণ কিনতে পারবেন। এরফলে ভিডিভিকে কমিটিগুলির সদস্য / সদস্যাগণ আর্থিকভাবে উপকৃত হবেন। তিনি বলেন, পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য স্থানেও এই ধরনের আউটলেট খোলা হবে। বর্তমানে এই আউটলেটে ধলাই জেলার কুবুই, গোমতী জেলার থাংনানিলামা, ঊনকোটি জেলার ঊনকোটি ও দারচৈ ভিডিভিকের উৎপাদিত মরিচের আচার, ব্যানানা চিপস সহ নানান সামগ্রী পাওয়া যাচ্ছে।