খবরে জানা যায় , ২৮ নং বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা বর্তমান বিধায়িকা কল্যাণী সাহা রায়ের সমর্থনে তেলিয়ামুড়া মহিলা মোর্চার কর্মীরা শনিবার দুপুর থেকে তেলিয়ামুড়া বাজারের প্রচার অভিযানে বের হয়। এদিনের এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন মহিলা মোর্চার নেতৃত্ব সম্পা সাহা পাল, নন্দা পাল সহ প্রমুখরা। মহিলা মোর্চার কর্মীরা বাজারের প্রতিটি ব্যবসায়ীর কাছে গিয়ে উন্নয়নের নিরিখে আগামী ১৬ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে এই কেন্দ্রের প্রার্থী কল্যাণী সাহা রায়কে পুনরায় বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠানোর জন্য আহ্বান জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নন্দা পাল জানান, বিগত পাঁচ বছর বিজেপি সরকার এবং বিধায়কের আপ্রাণ প্রচেষ্টটায় তেলিয়ামুড়ার সার্বিক বিকাশ যেভাবে হয়েছে তার ধারাকে অব্যাহত রাখতে বিপুল ভোটে যেন মানুষ পুনরায় কল্যাণী সাহা রায়কে বিধানসভায় পাঠায় সেই আহবান জানিয়ে তাদের এই প্রচারা অভিযান। যা আগমীদিন গুলিতেও জারি থাকবে।।



