Monday, November 11, 2024
বাড়িখবররাজ্যমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হল শ্যাম সুন্দর...

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ’ এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় গৌর চন্দ্র সাহা’র ৩০ তম প্রয়াণবার্ষিকী

রবিবার সারাদিনব্যাপী এক অনুষ্ঠানের মাধ্যমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ’ এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় গৌর চন্দ্র সাহা’র ৩০ তম প্রয়াণবার্ষিকী যথাযথভাবে পালন করা হয়। এদিনের অনুষ্ঠান ছিল পুরোটাই এই প্রাণপুরুষের ভাবাদর্শ ও অনুসরণীয় পথকে স্মরণ করে এবং ওনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ত্রিপুরার ঐতিহ্যশালী এই জুয়েলারি প্রতিষ্ঠানের প্রকল্প , আদর্শ আদিবাসী গ্রাম স্বর্ণগ্রাম , ওয়ারেংবাড়িতে । এদিনের কর্মসূচিতে ছিল এই গ্রামের প্রত্যেক অধিবাসীদের জন্য একটি স্বাস্থ্য শিবির যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ পত্র প্রদান করা হয় । প্রত্যেক পরিবারের জন্য এক মাসের খাদ্যদ্রব্যের আয়োজন , কম্বল বিতরণ , ‘ কোভিড ’ সুরক্ষা সামগ্রী এবং মিষ্টান্ন ও সুস্বাদু দ্রব্য প্রদান করা হয় । এছাড়া গ্রামের প্রত্যেক ছাত্র – ছাত্রীদের জন্য ছিল বইপত্র ও খেলার সামগ্রী । ছোট ছোট ছেলেমেয়েদের যোগ ব্যায়াম প্রদর্শন ও এখানকার কিশোর কিশোরীদের নৃত্যানুষ্ঠান সারাদিনব্যাপী এই কার্যক্রমের সৌন্দর্য বৃদ্ধি করেছিলো । সবমিলিয়ে এ এক উপযুক্ত শ্রদ্ধা জ্ঞাপন । গৌর চন্দ্র সাহা , যিনি , তাঁর জীবদ্দশায় একজন অত্যন্ত দায়িত্ববান এবং সচেতন নাগরিক হিসেবে সমাজের উন্নতির জন্য সচেষ্ট হয়েছিলেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণের জন্য এই ধরনের অনেক প্রকল্প শুরু করেছিলেন । তেরো বছর আগে আমরা ওয়ারেংবাড়িকে আদর্শ আদিবাসী গ্রাম স্বর্ণগ্রাম হিসেবে তুলে ধরার প্রকল্পটি হাতে নিয়ে ছিলাম এই ভেবে , যে এই গ্রামের সমস্ত বাসিন্দাদের সামগ্রিক জীবনযাপন ও জীবিকার মানোন্নয়ন ঘটানোর জন্য আমরা আন্তরিকভাবে সচেষ্ট হব ” , বললেন গৌর চন্দ্র সাহার জামাতা ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর শ্রী রূপক সাহা । তিনি আরও বলেন “ আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা কৃতজ্ঞতা জানাই ত্রিপুরা সরকার , রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম’কে তাদের সাহায্যের হাত এই প্রকল্পে বাড়িয়ে দেবার জন্য । এছাড়াও এর সাথে যুক্ত সমস্ত ডাক্তার , সেবাকর্মী , অন্যান্য বাণিজ্যিক সংস্থা ও শুভাকাঙ্ক্ষীদের আমরা ধন্যবাদ জানাই । সকলের মিলিত প্রয়াসে আজ এই গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবনের সুযোগ সুবিধা ও উন্নতি লক্ষণীয় । বাচ্ছারা স্কুলে যাচ্ছে , স্কুলের গন্ডি পেরিয়ে ছাত্র – ছাত্রীরা বাইরের কলেজে গিয়ে স্নাতক হচ্ছে , এবং এখানকার বাসিন্দারা অন্যত্র সসম্মানে নিজেদের জীবিকা অর্জন করছেন । ‘ ” ‘ আজ এইখানে , স্বর্ণ গ্রামে , আমাদের এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান করতে পেরে আমরা খুবই আনন্দিত , কারণ সমাজের পিছিয়ে পড়া মানুষের সামাজিক , অর্থনৈতিক ও শারীরিক কল্যাণে আমাদের এই প্রচেষ্টা দেখে আমার স্বর্গীয় পিতা অত্যন্ত সন্তুষ্ট হতেন ” – বললেন গৌর চন্দ্র সাহার কন্যা ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর শ্রীমতি অর্পিতা সাহা । তিনি আরও বলেন “ আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এখানকার পিছিয়ে পড়া মানুষের সেবায় নিজেদের নিযুক্ত করার সুযোগ পেয়েছি বলে । এইভাবে যাতে মানুষের সেবায় ভবিষ্যতেও নিয়োজিত হতে পারি তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই । ‘ শান্তি , উন্নতি ও নির্ভীক জীবন কাটানোর প্রার্থনা করে এদিনের অনুষ্ঠান শেষ হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য