গ্রেটার তিপ্রাল্যান্ড’ সমর্থন করে না বি জে পি। রবিবার আবারও রাজ্যের উপজাতি অংশের জনগনের কাছে ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’ নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন, ত্রিপুরা উপজাতি জেলা পরিষদের বিরোধী দলনেতা হংশ কুমার ত্রিপুরা। সম্প্রতি উনার এক বক্তব্যকে নিয়ে অপপ্রচারের জবাব দিতে গিয়ে তিনি বলেন, গ্রেটার তিপ্রাল্যান্ড’ সম্ভব না। গত ২৮ জানুয়ারি গোলাঘাটিতে মুখ্যমন্ত্রীর জনসভাতে দেওয়া তার ভাষন নিয়ে অপপ্রচার করছে তিপ্রা মথা। ভাষনের কিছু অংশ শুনিয়ে প্রচার করা হচ্ছে বি জে পি জনজাতি বিরোধী। এর উত্তরেই এদিন বি জে পি রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্নেলন করে তিপ্রা মথার এই অপপ্রচারের জবাব দিতে গিয়েই, হংশ কুমার ত্রিপুরা বলেন। গ্রেটার তিপ্রাল্যান্ড’ সম্ভব না। বি জে পি এটা সমর্থন করে না। কোন প্রক্রিয়া না মেনেই সম্প্রতি উপজাতি জেলা পরিষদ অধিবেশনে এই গ্রেটার তিপ্রাল্যান্ড’ নিয়ে এক প্রস্তাব তোলা হয়। যার বিরোধিতা করে ছিল বি জে পি। তিপ্রা মথা গ্রেটার তিপ্রাল্যান্ড’র দাবি তোলে জনজাতি জনগনের আবেগ নিয়ে খেলছে। রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হচ্ছে বলে, অভিযোগ করেন হংশ কুমার ত্রিপুরা। এদিকে দল বিরোধী কাজের জন্য গত মার্চ মাসে বহিস্কৃত ৯ জনজাতি মোর্চার সদস্যদের রবিবার দলে ফিরিয়ে নেয় বি জে পি। নিজেদের গাফিলতির জন্য ক্ষমা চাইলে দল তাদের ক্ষমা করেছে। উপজাতি একাকায় ভিলেজ কাউন্সিল নির্বাচন আসন্ন। একে মাথায় রেখেই এবার দলের জনজাতি মোর্চাকে গুছাতে নেমেছে দল। রবিবারের রাজ্য বি জে পি’র সাংবাদিক সম্মেলন দেখে রাজনৈতিক মহলের এটাই ধারনা। শরিক আই পি এফ টি আর নিয়ন্ত্রণে নেই জেনেই এই ঘর গোছানো, বলেই রাজনৈতিক মহলের ধারণা।