ত্রিপুরা রাজ্য সরকারের ককবরক ডাইরেক্টরেট এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা শিক্ষা বিভাগ, এর উদ্যোগে আজ রাজ্য অনলাইনের ককবরক প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রাজ্য শিক্ষা দপ্তরে। এদিনের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং বিধায়ক ডঃ অতুল দেব্বর্মা। এই ককবরক প্রশিক্ষণ শিবির টি রাজ্য সরকারে গ্রুপ A, B এবং C রাজ্য সরকারের নন-ককবরক ভাষী কর্মচারীদের জন্য করা হয়েছে। এদিন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ককবরক ভাষা সকলের জানা দরকার কেননা সমতলের ন্যায় পাহাড়েও উন্নয়ন হচ্ছে কিনা তা জানার জন্যে এবং সেখানে বসবাসকারী জনসাধারণের সুখ দুঃখের কথা জানার উদ্দেশ্যে ককবরক ভাষা শিক্ষা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। তাছাড়া এদিন তিনি আরও বলেন এতদিন তা বাধ্যতামূলক ছিল না, কিন্তু এখন তা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এদিন তিনি আরও বলেন যে রাজ্যের বেশ কিছু দপ্তরের নাম ও ককবরক ভাষায় বদল করা হয়েছে বলে।