শনিবার CITU রাজ্য দপতরে দেশব্যাপী সাধারন ধর্মঘটকে সফল করার উদেদশ্যে জিরানীয়া মহকুমা কনভেনশন গনসংগঠনসমৃহের উদ্যোগে। এ কনভেনশনের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটি ইউ নেতা তপন দাস, প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী সহ অন্যান্যরা।এই দিন কনভেনশন এ বক্তব্য রাখতে গিয়ে সিআইটি ইউ নেতা তপন দাস বলেন। দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং স্বাধীন ফেডারেশন সমূহ যুক্তভাবে যৌথ মঞ্চের আহবানে দেশব্যাপী ধর্মঘট আহ্বান করে ২৩ও ২৪ শে ফেব্রুয়ারি। কিন্তু গতকাল দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ফেডারেশন সমূহ যৌথ সভা অনুষ্ঠিত হয় দিল্লিতে। সেই সভায় আলোচনা ক্রমে সিদ্ধান্ত হয় যে দেশের সংসদ অধিবেশনের মেয়াদ উত্তীর্ণ করে ২৮- ২৯মার্চ পর্যন্ত করা হবে একটা বিষয়টি বিবেচনা করে তোর সঙ্গে এই সময়ে ফেব্রুয়ারি মাসে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন তার জন্য ধর্মঘট পিছিয়ে ২৮-২৯ মার্চ করা হবে বলে জানান তিনি .