ফের আবারো নেশা বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেলো কলমচৌড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বুধবার বিকাল ৩ ঘটিকার সময় কলমচৌড়া থানাধীন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতে নিতাই নমঃ এর বাড়ি থেকে তিনটি বস্তায় ৫১কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।যার বাজারজাত মূল্য প্রায় ২লক্ষ টাকা।এই দিনের অভিযানে ছিলেন কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে,এস আই সুপ্রীতম দে,এস আই অসীম দাসসহ টি এস আর ও পুলিশ বাহিনী।কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে এর নেতৃত্বেই আনুমানিক ৩ ঘটিকায় এই অভিযান চালানো হয়।এই অভিযান বিকাল ৩ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত চলে।পুলিশের কাছে গোপন খবর ছিল মানিক্যনগর এলাকার নিতাই নমের বাড়িতে কিছু গাঁজা কারবারি গাঁজা ক্রয় করার জন্য গিয়ে ওজন করে প্যাকেটিং করার সময়ই পুলিশ হাজির হয়।তখন অন্যান্য গাঁজা কারবারী সহ গাঁজা ও বাড়ির মালিক নিতাই নম বাড়ি থেকে পালিয়ে যায়। তবে গাঁজা ক্রয় করতে আসা রহিমপুর এলাকার মনির হোসেন নামে এক ব্যক্তিকে পুলিশ পালিয়ে যাওয়ার সময় আটক করে কলমচৌড়া থানায় নিয়ে আসে।তবে গাঁজার মালিক নিতাই নমঃ ও মনির হোসেন এর নামে কলমচৌড়া থানায় একটি এনডিপিএস মামলা লিপিবদ্ধ করা হয়। আগামীকাল তাকে সোনামুড়া আদালতে সুপর্দ করা হবে।৫১ কেজি শুকনো গাজা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ক্রয় করতে যে যান তারা।বাড়ির মালিক পুলিশ দেখতে পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।তবে বাড়ির মালিক নিতাই নমঃ এর বিরুদ্ধে কলমচৌড়া থানায় একটি এনডিপিএস মামলা গ্রহণ করে পুলিশ।মামলা নাম্বার ছিল ০৫/২০২৩।পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আরো কিছু তথ্য।তিনি জানান উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।তবে এ ধরনের অভিযান আগামী দিনে জারি থাকবে বলে জানান ওসি প্রশান্ত কুমার দে।