বৃহস্পতিবার 10323 শিক্ষক শিক্ষিকারা রাজধানী আগরতলা সিটি সেন্টারের সামনে কালো দিবস নামক বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য জড়ো হয়েছিলেন, কেননা গত বছর চাকরী ফিরে পাবার দাবী নিয়ে শিক্ষক শিক্ষিকারা যখন সিটি সেন্টারের সামনে গনবস্থানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তখন ৫২ দিনের মাথায় পুলিশের নৃশংস হামলায় 500 বাদ পড়া শিক্ষক আহত হয়েছিল। তারপর থেকেই দিনটিকে কালো দিন হিসাবে পালন করছেন চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকারা। কিন্তু যারা আজ আগরতলা সিটি সেন্টারে “কালো দিবস” পালন করতে জড়ো হয়েছিল বিক্ষোভ চলাকালীন, 10323 শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। আন্দোলনরত শিক্ষকরা “নরেন্দ্র মোদী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, শিক্ষামন্ত্রী হায় হায়” স্লোগান দিয়েছেন। আদালত নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম উল্লেখ করার পরে 10323 জন শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি মৌখিক এবং লিখিত আকারে শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ত্রিপুরায় বিজেপি সরকারের চার বছর পরেও কিছুই হতে পারেনি এবং এ পর্যন্ত 10323 শিক্ষকের মৃতের সংখ্যা বেড়ে 123 হয়েছে।