Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগাড়িতে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডারে আচকমা আগুন জ্বালার ফলে দূরপাল্লা লরিটি...

গাড়িতে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডারে আচকমা আগুন জ্বালার ফলে দূরপাল্লা লরিটি পুড়ে ছারখার। দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট TSR ক্যাম্প সংলগ্ন পার্কিং এলাকায় রবিবার বিকেলে।

জানা যায়, NL01 G 8071 নম্বরের দূরপাল্লার লরিটি তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট TSR ক্যাম্প সংলগ্ন এলাকায় দাঁড় করিয়ে গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে রান্না করছিল গাড়ির কেবিনের মধ্যে। আচকমা গ্যাসের সিলিন্ডারের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রত্যক্ষদর্শী লোকজন এবং চালক আগুন নিয়ন্ত্রণে না আনতে পেরে খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ির ইঞ্জিন সহ কেবিন ও বডির একাংশ পুড়ে ছারখার হয়ে যায়। জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লক্ষাধিক টাকা।
প্রায়শতই লক্ষ্য করা যায়, আসাম-আগরতলা জাতীয় সড়কের বিভিন্ন স্থানে গাড়ি পার্কিং করে রান্না করতে। অনেক সময় গাড়ির ভেতরে রান্না করাতে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা অনেক অংশেই বেশি। আর যার ফলে রবিবার চাকমাঘাট TSR ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছারখার হয়ে পড়েছে দূরপাল্লার লরিটি।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য