Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যবক্সনগর বাজারে বামেদের সারা জাগানো মিছিল ও পথসভা

বক্সনগর বাজারে বামেদের সারা জাগানো মিছিল ও পথসভা

২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রচারে তুঙ্গে তার এই অঙ্গ হিসাবে আজ বক্সনগর বাজারে বামেদের সারা জাগানো মিছিল ও পথসভা।আসন্ন বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনবহুল স্থানে রাম এবং বামেদের মিছিল,সভা সমাবেশে সরগরম এখন,রবিবার কলসীমুড়া ও বক্সনগর এলাকার স্থানীয় সিপিআইএম নেতা কর্মীদের উদ্যোগে এবং সিপিআইএম বিভাগীয় নেতৃত্বের সহযোগিতা কলসীমুড়া বাজার থেকে শুরু করে বক্সনগর মোটর স্ট্যান্ড হয়ে বিভিন্ন পদ পরিক্রমা করে বক্সনগর বাজার এসে শেষ হয়,একাধিকবার প্রতিবাদ মিছিল পরিক্রমা করে।মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বিভাগীয় নেতৃত্বরা।ঘরে ঘরে সুশাসনের কথা বলে,চলছে দুঃসাশন,কাজ খাদ্য ও কর্মসংস্থানের দাবিসহ বজ্র কন্ বাজার পরিক্র।এই দিনে পথসভায় বক্তব্য রাখেন,দলের সোনামুড়া বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য অহিদুর রহমান,যুব সংগঠনের DYFI রাজ্য সম্পাদক নবারুন দেব,দলের রাজ্য কমিটির সদস্য সামসুল হক এবং এলাকার বিধায়ক শহীদ চৌধুরী,পথ সভায় দাঁড়িয়ে এইদিনে কর্মসূচিতে অংশগ্রহণ করা এবং বাজার ব্যবসায়ী মহলের উদ্দেশ্যে বলেন,রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জন বিরোধী কাজের বিরুদ্ধে সমালোচনা করেন,২০২৩বিধানসভা নির্বাচন একেবারেই দৌড় গুরায় এসে দাঁড়িয়েছে।শাসক দল যেন তেন প্রকারে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।২০১৮ সালের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে সেই প্রতিশ্রুতি কতটুকু পূরণ করেছে সেটা নিজেদের অভিজ্ঞতা বুঝে নিন।রাজ্যে নেই গণতন্ত্র,মানুষের বাক স্বাধীনতা বন্ধ,এই অবস্থায় সামনে এসে গেছে নির্বাচন। ভোট দান করার অধিকার টুকু যদি ফিরিয়ে পেয়ে যান আপনারা বাস্তব অভিজ্ঞতা নিরিকে ভোট দান করবেন।মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার ফিরে পায়।সেই কাজটা সম্পূর্ণ করার জন্য আগামী দিন রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হোন।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য