রাবার বাগান থেকে উদ্ধার অচৈতন্য দেহ অগ্নিনির্বাপক দপ্তরের গাড়িযোগে হাসপাতালে নিয়ে আসতেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে কল্যাণপুর থানাধীন লক্ষ্মী নারায়ণপুর গ্রামের একটি রাবার বাগানে শনিবার। জানা যায়, কল্যাণপুর থানাধীন লক্ষ্মী নারায়ণপুর গ্রামের একটি রাবার বাগানে লক্ষীচরণ উড়াং নামের এক ব্যক্তিকে শনিবার অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার এসআই প্রীতম দত্ত ছুটে যায় ঘটনাস্থলে এবং খবর দেওয়া হয় কল্যাণপুর অগ্নিনির্বাপক দপ্তরে। সঙ্গে সঙ্গে কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লক্ষীচরণ উড়াং নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেয়। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় সে গতকাল নেশাগ্রস্থ অবস্থায় ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।