Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যসি পি আই এম দলের উদ্যোগে মিছিল শেষে খোয়াই পুরান বাজারে জিতেন্দ্র...

সি পি আই এম দলের উদ্যোগে মিছিল শেষে খোয়াই পুরান বাজারে জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার খোয়াই পুরান বাজার ( মহারাজগঞ্জ) বাজারে সন্ধ্যায় সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে এক বাজার সভা অনুষ্ঠিত হয়। এই বাজার সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, খোয়াই বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, সিপিআইএম জেলা কমিটির অন্যতম সদস্য সুখেন্দু বিকাশ দে, আলোয় রায় মনোজ দাস সহ অন্যান্য এই সভা শুরু আগে খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে সিপিআইএম খোয়াই জেলা কার্যালয় থেকে রেলি সংগঠিত করে ,এই রেলিতে খোয়াই মহকুমার এলাকার সিপিআইএম কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। তাছাড়া সিপিআইএম উদ্যোগে খোয়াই মহকুমা এলাকার আরো দুটি কর্মসূচি সংঘটিত হয়েছে। সামনেই গণতন্ত্রের প্রধান উৎসব নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে সব কয়টা রাজনৈতিক দল মাঠে ময়দানে আদা জল খেয়ে পড়ে রয়েছে তাদের কর্মকান্ড দেখে এটা পরিলক্ষিত হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল বিধানসভা নির্বাচনে ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। শাসক দল এবং বিরোধী দলগুলি মরিয়া হয়ে উঠেছে। তারমধ্যে শাসকদলকে বাদ দিলেন বিরোধীদল গুলির মধ্যে রাজনৈতিক প্রচারে অনেকটাই এগিয়ে সিপিআইএম। প্রতিদিন সিপিআইএম দলের কোনো না কোনো রাজনৈতিক কর্মসূচি কার্যকরী করে আসছে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটি। আজ খোয়াই মহারাজগঞ্জ বাজারে বাজারসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরি ওনার দীর্ঘ আলোচনা তিনি গত পাঁচ বছরের হিসাব তুলে ধরেন তিনি শাসক দল বিজেপির তীব্র সঞ্চালনা করেন উনার সমালোচনা তিনি বলেন শাসক দল বিজেপি ২০১৮ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে লোক ঠকানোর ভীষণ ডকুমেন্ট রচনা করেছিলেন তার মধ্যে ২৯৯ টি বিষয় তুলে ধরেছিলেন যার মধ্যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জীবন-জীবিকার স্বার্থে প্রতিস্থিতি ছিল কিন্তু গত পাঁচ বছরে শাসক দল বিজেপি সেই প্রতিশ্রুতি গুলি পালন করেনি। রাজ্যের বর্তমান শাসক দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন শিক্ষিত বেকারদের তাদেরকে চাকরি দেওয়ার নামে ছলনা করেছেন কারণ ভীষণ ডকুমেন্ট বছরে ৫০ হাজার চাকরির কথা ছিল কিন্তু একটা পালন করা হয়নি উপরন্ত ু তাদের ঘরের সরলমতি যুবকদেরকে সন্ত্রাসের দিকে ঠেলে দিয়েছেন। সর্বোপরি তিনি জানান আগামী বিধানসভা নির্বাচনে জনগণ প্রস্তুতি গ্রহণ করেছে। তাছাড়া আজকের এই বাজার সভায় আলোচনা রাখেন খোয়াই বিধানসভার মাননীয় বিধায়ক নির্মল বিশ্বাস। এ বাজার সভায় কর্মী সমর্থকের উপস্থিতি ছিল বেশ লক্ষণী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য