Saturday, January 24, 2026
বাড়িশ্রেণী বহির্ভূতঅনুষ্ঠিত হলো স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা

অনুষ্ঠিত হলো স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা

শনিবার রাজধানীর আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রেমকুমার রিয়াংসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী জানান ত্রিপুরা রাজ্যে বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাংকের চাহিদা অনেক বেশি কেননা সেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ পেনশনভোগীরা এই ব্যাংকের মাধ্যমে তাদের প্রয়োজনীয় অর্থ সামগ্রী পেয়ে থাকেন। তাছাড়া চলতি সময়ে দেশের প্রাধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন । তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আত্মনির্ভর ত্রিপুরা গঠনের লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডা: মানিক সাহা মহোদয় সমবায় দপ্তরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গ্রামীণ অর্থ – সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আশা করি রাজ্যের অর্থনীতিতে আরও ব্যাপক গতি আসবে । আর এই ক্ষেত্রে সমবায় ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । ব্যাঙ্কিং শিল্পের ব্যাপক প্রসার এবং বহুমূল্য প্রযুক্তির প্রয়োগ আনিবার্য হয়ে পরেছে , যা ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের মতো ছোট ব্যাঙ্কগুলোকে এক কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে । এই সময়ে যদি গ্রাহক সন্তুষ্টি এবং সমিতির পুনরুজ্জীবনকে প্রাথমিকতা না দেওয়া হয় , তবে অদূর ভবিষ্যতে সমবায় সমিতি এবং সমবায় ব্যাঙ্ক , এই দুই স্তম্ভের – ই অপ্রাসঙ্গিকতা স্পষ্ট প্রতীয়মান হবে বলে অভিমত ব্যক্ত করলেন সমবায় মন্ত্রী প্রেম কুমার রিয়াং।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য