Thursday, December 4, 2025
বাড়িখবরদেশ-বিদেশএই তিন অ্যাপ বেগতিক দেখে এবার প্লেস্টোর থেকে ক্ষতিকারক অ্যাপগুলি সরিয়ে দিল...

এই তিন অ্যাপ বেগতিক দেখে এবার প্লেস্টোর থেকে ক্ষতিকারক অ্যাপগুলি সরিয়ে দিল গুগল।

পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে এই অ্যাপগুলিকে। আপনার মোবাইলে এই তিন অ্যাপ নেই তো।

আপনার মোবাইলে থাকলে বিপদের আশঙ্কা
গুগলের তরফে বলা হয়েছে, এই তিন অ্যাপের মাধ্যমে সহজেই ফোনে ঢুকে যেতে পারে জোকারের মতো ক্ষতিকারক ভাইরাস। অ্যান্ড্রয়েড মোবাইলে যা আপনার অনুমতি ছাড়াই টাকা দিয়ে দেবে। ভাবছেন কী করে সম্ভব হবে এই কাজ ? ওয়ার্ল্ড টেক জায়ান্টের মতে, আপনাকে না জানিয়েই দামি পরিষেবার সাবক্রিপশন করিয়ে দেবে জোকার। এইভাবে আপনার টাকা চুরি করলেও প্রথমে বুঝতে পারবেন না আপনি।

কে ধরল এই জালিয়াতি ?
সম্প্রতি অ্যান্টি ভাইরাস অ্যাপ ক্যাসপারস্কির নজরে পড়ে এই তিন অ্যাপ। এই প্রসঙ্গে ইন্টারনেট সুরক্ষার গবেষক ইগর গোলোভিন জানান, আগেই গুগলের ইন্টারনেট সুরক্ষা টিমের কাছে জোকার ম্যালওয়্যাল ছাড়পত্র পেয়েছে। প্রথমে ক্ষতিকারক কিছু মনে না হলেও প্লেস্টোরের লাইভে যেতেই সক্রিয় হয়ে ওঠে এই ক্ষতিকারক ম্যালওয়্যার।

Google Banned Apps: কোন তিন অ্যাপ করছে ক্ষতি ?

Style Message, Blood Pressure App, Camera PDF Scanner -এই তিন অ্যাপকেই প্লেস্টোর থেকে নিষিদ্ধ করেছে গুগল। আপনি যদি এই অ্যাপ ডাউনলোড করে থাকেন, তাহলে অবলিম্ব তা মোবাইল থেকে ডিলিট করুন। অন্যথায় আপনার অজান্তেই টাকা চলে যাবে অন্য কোম্পানিগুলির কাছে। তবে এই প্রথমবার নয়। অতীতেও এই ধরনের সমস্যা তৈরি করায় বহু অ্যাপকে প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। ক্ষতিকারক এই অ্যাপগুলি থেকেই বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল। পরবর্তীকালে যার ফল ভুগতে হচ্ছিল গুগল ইউজারদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য