জানা যায়, গত দুদিন যাবৎ তেলিয়ামুড়া মহকুমা বিদ্যুৎ দপ্তরের অধিন দুস্কি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছিল। দপ্তরের নিকট এলাকাবাসী অভিযোগ জানানোর পরেও সারাইয়ের কাজ করা হয়নি। শেষে শনিবার দিন দপ্তরের সিভিল লাইনের এক কর্মী মঙ্গল দেববর্মা দুস্কি এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধানের জন্য সারাইয়ের কাজে হাত লাগায়। আর সারাইয়ের কাজ করার সময় আচমকাই হাইভোল্টেজ বিদ্যুতের সংস্পর্শে আসতেই বিদ্যুতের ছোবলে ছিটকে পড়ে মঙ্গল দেববর্মা। বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন না করেই সারাইয়ের কাজ শুরু করে দেয় ওই বিদ্যুৎ কর্মী, এলাকা সুত্রের এমনটাই খবর, যদিও এই বিষয়টি সাংবাদিকদের সামনে অস্বীকার করে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র মেনেজার। এলাকাবাসীদের মধ্যে চাপা গুঞ্জন চলছে যে দপ্তরের গাফিলতির কারনেই এই দুর্ঘটনাটি ঘটে।
অন্যদিকে দপ্তরের সিনিয়র মেনেজার জানান,,,, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেই কাজ চলছিল। তিনি জানান,,, কোয়াশার কারনেই নাকী লাইনে বিদ্যুৎ সংযোগ ঘটে আহত হন সিভিল লাইনের ওই কর্তব্যরত বিদ্যুৎ কর্মী মঙ্গল দেববর্মা।
পরবর্তীতে উনার সহকর্মীরা উনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। উনার অবস্থা আশঙ্কা জনক হওয়াতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তৎক্ষণাৎ উনাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুস্কি এলাকায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।