বাম সংগঠনের সর্বভারতীয় সম্মেলন শুরুর দিনে খোয়াইয়েও মংগলবার সারা ভারত কৃষক সভার পতাকা উত্তোলন করা হয়।এদিন থেকেই কেরালায় শুরু হয়েছে কৃষক সভার সর্বভারতীয় সম্মেলন।খোয়াইয়ে পার্শ্বনাথ মুকুল ভবনে পতাকা উত্তোলন করেন কৃষক সভার মহকুমা সম্পাদক মনোজ দাস।এছাড়াও উপস্থিত ছিলেন জি এম পি -র কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা ও ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের মহকুমা সম্পাদক নন্দলাল গোপ সহ অন্যান্য নেতৃবৃন্দ।



