সোমবার রাত্রি বেলায় ২৭ কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জাতীয় কংগ্রেস দলে কল্যাণপুর কংগ্রেস ভবনের ছাদের উপর দলীয় পতাকা এবং ব্যানার দিয়ে সাজানো হয়েছিল। কিন্তু বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিকারীরা তাদের প্রচার সহ্য নষ্ট করে দেয় বলে অভিযোগ করেন কল্যাণপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে শেষে মঙ্গলবার কল্যাণপুর থানায় কল্যাণপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি মামলা করা হয় এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করন। এই ঘটনায় কল্যাণপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তীব্রভাবে নিন্দা জানায়। কল্যাণপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্বরা বলেন যে বর্তমান সময়ে বিজেবি দলের পায়ের তলার মাটি নেই দেখেই তারা এই ধরনের কাজ করে চলেছে। এই ঘটনায় আবার প্রমাণিত হলো আদতেই বিজিবি দলের কাছে ওদের পায়ের তলার মাটি নেই। তারপরও কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে জনসংযোগ কর্মসূচি করা হয় এবং সে জনসংযোগ কর্মসূচি তারা সঠিকভাবে বাস্তবায়িত করতে পেরেছে বলে জানান।



