দিন দুপুরে খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক এলাকার প্রখ্যাত হোমিওপ্যাথিক ডক্টর জগন্নাথ আচার্যের কাছ থেকে এক লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়ে গেল ভুয়া সিবিআই এর নাম করে এক ব্যক্তি। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই সুভাষ পার্ক শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এলাকার এক হোমিওপ্যাথিক দোকান সেবা তীর্থ হোমিও ক্লিনিক ডক্টর জগন্নাথ আচার্য সংবাদ মাধ্যমকে জানান শনিবার বিকেল তিনটা নাগাদ সুট বুট লাগিয়ে এক ব্যক্তি মারুতি ওগানার নিয়ে উনার ক্লিনিকে এসে সিবিআই এর পরিচয় দেন এবং বলেন বলেন সুপ্রিম কোর্টের রায় অনুযায় উনি নাকি নিজ ক্লিনিকে পাঁচ হাজার টাকার বেশি ঔষধ রাখতে পারবেন না। সেই মোতাবেক সেবা তীর্থ ক্লিনিকের ডাক্তার জগন্নাথ আচার্য উনার ডাক্তারি লাইসেন্স এবং ওষুধ মজুদ করা লাইসেন্সটিও দেখান সেই অফিসার টিকে। কিন্তু সেই অফিসারটি ডক্টর জগন্নাথ আচার্য কে বলেন উনার ক্লিনিকে নিয়ম বহির্ভূত ওষুধের মজুদ রয়েছে প্রায় দেড় লক্ষ টাকার। তাই অতিরিক্ত ওষুধ মজুদ করার কারণে ডঃ জগন্নাথ আচার্য কে ফাইন দিতে হবে। ফাইনটি হল ডক্টর কে এক লক্ষ ৬০ হাজার টাকা দিতে হবে। ভুয়া অফিসারটি যখন জগন্নাথ আচার্যের ক্লিনিকে আসেন তখন ওনার ক্লিনিকে রোগীদের ভির ছিল উপচে পড়ার মতন এরই মধ্যে ভুয়া সিবিআই নামক অফিসার টি ডক্টর কে ফাইন করার নির্দেশ দেওয়াতে হতভম্ব হয়ে পড়েন ডক্টর জগন্নাথ আচার্য সমস্ত কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও সেই ভুয়া সিবিআই নামক অফিসারটি জগন্নাথ আচার্য থেকে এক লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চট জলদি দোকান থেকে বেরিয়ে খোয়াই শহর থেকেই হাওয়া হয়ে যান। এরপর খোঁজ নিয়ে দেখা যায় এ ধরনের কোন অফিসার কোন ওষুধের দোকানে তল্লাশিতে আসেননি। এর থেকে বোঝা যাচ্ছে সিবিআই নামক অফিসারটি সম্পূর্ণ ভুয়া ব্যক্তি। ডঃ জগন্নাথ আচার্যও তখন এই ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছিলেন কিছু উপায় না দেখে সেই টাকাগুলি দিয়ে দেন। এই ঘটনা কিছুক্ষণ পর প্রকাশ হতেই খোয়াই মহকুমা জুড়ে গুঞ্জন সৃষ্টি হয়। উক্ত সিবিআই অফিসারটি এমন ভাবে কথা বলেছেন এবং এত দ্রুততার সাথে কাজ করেছেন ডক্টর জগন্নাথ আচার্য বুঝতেই পারেননি লোকটি আদতেই সিবিআই থেকে এসেছিল নাকি কোন ড্রাগ ইন্সপেক্টর ছিল সেই বিষয়ে তিনি পরিষ্কার বলতে পারছেন না। এ ধরনের ঘটনাতে এমনটাই হয়ে থাকে কিছু করা বা বুঝার আগেই ভুয়া লোকেরা টাকা হাতিয়ে চলে যায়। যদিও সন্ধ্যার পর এই বিষয় নিয়ে খোয়াই থানায় একটি মামলা করা হয়। অন্যদিকে ওনার ছেলে শহরে বিভিন্ন এলাকা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে যদিও ওট একটু অস্পষ্ট। তবে শনিবারের বিকেলের জগনাথ আচার্যের সাথে ঘটে যাওয়া এই ঘটনায় খোয়াই শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।



