বিধানসভা নির্বাচনের পূর্বে তেলিয়ামুড়া থানা পুলিশের “ফ্লেগ মার্চ” অব্যাহত। চাকমা ঘাট এলাকা থেকে টি.এস.আর ও সি.আর.পি.এফ বাহিনীর জওয়ানদের নিয়ে সম্মলিত ভাবে তেলিয়ামুড়া থানার পুলিশ শনিবার রাতে ১০,০০০-১৫,০০০ টাকা বিলেতি মদ বাজেয়াপ্ত করলো। যদিও কাউকে গ্ৰেফতার করতে সক্ষম হয়নি। উল্লেখ্য থাকে,, তেলিয়ামুড়া থানার দুই এস.আই সুকান্ত দাস ও রণব্রত ঘোষ “ফ্লেগ মার্চে” বেরিয়ে চাকমাঘাট টি.এস.আর ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ১০-১৫,০০০ টাকার বাজেয়াপ্ত করতে বিলেতি মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। যদিও কাউকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ।



