জানা গেছে, ব্রহ্মছড়া এলাকার বাসিন্দা তথা বঙ্গীয় মগ বৃহস্পতিবার বাড়ির লোকেদের না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারাদিন উনি বাড়িতে না আসায় বাড়ির লোকেরা খুঁজতে খুঁজি করতে থাকে। পরে তেলিয়ামুড়া থানাধিন মগবাড়ি এলাকায় খোয়াই নদীর পাড়ে ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। পরে এলাকাবাসীরা তাকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকজনদের খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকেরা তৎক্ষণাৎ ছুটে যায় ঘটনাস্থলে এবং তাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রাত আনুমানিক ১২ টা নাগাদ। দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চলে তার চিকিৎসা। কিন্তু চিকিৎসা পরিষেবা চলার পরেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপা দাস উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী আগরতলার জিবিপি হাসপাতালে প্রেরণ করে দেয় শুক্রবার ভোট ৫ টা নাগাদ।
তবে কি কারণে তার এই আত্মহত্যা চেষ্টা, সে বিষয়ে কোন কিছুই জানা যায়নি। তবে আশঙ্কা করা যাচ্ছে পারিবারিক কলহর জেরে আত্মহত্যার চেষ্টা করে সেই ব্যক্তি।।



