উদ্দেশ্য ২০২৩ সালের নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিজেপির প্রচার তুঙ্গে। কোন প্রকার খামতি রাখতে নারাজ শাসক বিজেপি দল। আর সেই জন্য ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘ঘর ঘর বিজেপি’ অভিযান গোটা রাজ্য জুড়ে ব্যাপক সারা জাগিয়ে চলছে। বাদ নেই ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রেও। শুক্রবার রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে ব্যাপক সারা জাগিয়ে ‘ঘর ঘর বিজেপি’ অভিযান করেন তেলিয়ামুড়া মন্ডলের অন্তর্গত ৪৯ নং বুথ কেন্দ্রে। এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় সহ বিজেপির অন্যান্য কার্যকর্তা সহ নেতৃত্বরা ‘ঘর ঘর বিজেপি’ অভিযান করে। ঘর ঘর বিজয় অভিযানের উদ্দেশ্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণদের জন্য সরকার কি কি উন্নয়ন মুখী কাজকর্ম করেছে তা জনগণদের কাছে তুলে ধরা। আর সেই উদ্দেশ্যে ৪৯ নং বুথ কেন্দ্রে ‘ঘর ঘর বিজেপি’ অভিযানের মাধ্যমে জনসম্পর্ক করেন। নবীন প্রবীণ ভোটার সহ পরিবারগুলি সরকারিভাবে কি কি সুযোগ সুবিধা পেয়েছে তা প্রত্যেকটি পরিবারের সদস্যদের কাছ থেকে শুনেন বিধায়িকা কল্যাণী রায়। এই জনসম্পর্ক অভিযানের মধ্য দিয়ে কোন কোন পরিবার গুলি সরকারি সুযোগ-সুবিধা এখন অব্দি পাননি সেই ব্যাপারেও খোঁজখবর নেন তিনি। এই ঘর ঘর বিজয় অভিযান এর অঙ্গ হিসেবে জনসম্পর্ক অভিযান কালে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন,,,, বর্তমান ডবল ইঞ্জিনের সরকার প্রতিনিয়তই জনগণদের স্বার্থে একের পর এক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। কারণ, সরকার জনগনের প্রতি দায়বদ্ধ। তিনি আরো বলেন,,,, বর্তমান সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি জনগণদের কাছে পৌঁছে দেওয়া। জনগণদের স্বার্থে সেগুলি জনগণদের কাছে তুলে দেওয়ার লক্ষ্যে এই ‘ঘর ঘর বিজেপি’ অভিযান।।



