বৃহস্পতিবার সকালে জাতীয় সড়কের পাশে পাকা ড্রেন নির্মাণের কাজে নিযুক্ত শ্রমিকরা ড্রেন নির্মাণের কাজ করে যাচ্ছিল এমন সময় আচমকাই পাহাড়ের পাথর মিশ্রিত মাটি ধ্বসে পড়ে শ্রমিকদের উপর। এতে ঘটনাস্থলেই মাটির চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের। মৃত দুই শ্রমিক হলেন উদয়পুরের স্বপন মজুমদার (৪২) ও অপরজন হলেন অসমের হুরুপু বরদোলি (২২)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা ও মুঙ্গিয়াকামী থানার পুলিশ। পরে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর স্বপন মজুমদারের মৃতদেহ কুলাই হাসপাতালের মর্গে ও হুরুপু বরদোলি’র মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা।
জানা গেছে,, মৃতদেহ ময়নাতদন্তের পর তার আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ৪৭মাইল এলাকায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।



