উল্লেখ্য থাকে,, উত্তর মহারানীপুর স্থিত বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একমাত্র ককবরক বিষয়ক শিক্ষক তাপস দেববর্মার বদলীর ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তর মহারানীপুর-তেলিয়ামুড়া সড়ক অবরোধ করেছিল। কিন্তু ছাত্র-ছাত্রীদের গত শনিবার পথ অবরোধ করার পরও ওই শিক্ষকের বদলি স্থগিত না করায় আবারো পুনরায় সোমবার দুপুর নাগাদ উত্তর মহারানীপুর তেলিয়ামুড়া সড়কে পথ অবরোধে বসে বিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের দাবি একটাই, তাদের বিদ্যালয়ের একমাত্র ককবরক বিষয়ক শিক্ষক তাপস দেববর্মার বদলীর আদেশ স্থগিত করতে হবে। ফলে রাস্তার উভয় পাশে আটকে পড়ে প্রচুর যানবাহন।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান,, বিজেপি রাজ্য জনজাতি মোর্চার সভাপতি বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। তারা পৌঁছে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে বদলীর বিষয় নিয়ে কথা বলেন। সেই সঙ্গে ফোন যুগে কথা বলেন জেলা শিক্ষা আধিকারিক মিহির দেবনাথের সঙ্গে। পরবর্তীতে বিদ্যালয়ের একমাত্র ককবরক বিষয়ের শিক্ষক তাপস দেববর্মার অন্যত্র বদলিতে স্থগিতাদেশ দেওয়া হয় এবং এই স্থগিতাদেশ নামা জারির পর দীর্ঘ চার ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে ছাত্র-ছাত্রীরা। অন্যদিকে সংশ্লিষ্ট এলাকাবাসী সহ ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বস্তির আবহ ফিরে আসে।।



