উল্লেখ্য থাকে,, তেলিয়ামুড়া শহরকে আবর্জনা মুক্ত রাখতে তেলিয়ামুড়া শহর থেকে বেশ খানিকটা দূরে প্রায় এক কোটি উনপঞ্চাশ লাখ টাকা ব্যায়ে ২ হেক্টর জমির উপর নির্মাণ করা হয়েছে সেক্রিয়েশন সেন্টার। সেই নির্মাণ কাজের অগ্ৰগতি ও কাজের খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে সোমবার সেক্রিয়েশন সেন্টার পরিদর্শন বলে জানান তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী।
এই সেক্রিয়েশন সেন্টার নির্মাণ করা হলে তেলিয়ামুড়া শহরকে আবর্জনা মুক্ত রাখা সম্ভব হবে।



