Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়ার র্টারশেয়ারী সেক্রিয়েশন সেন্টারের কাজের অগ্ৰগতি দেখতে সোমবার পরিদর্শনে গেলেন তেলিয়ামুড়া মহকুমা...

তেলিয়ামুড়ার র্টারশেয়ারী সেক্রিয়েশন সেন্টারের কাজের অগ্ৰগতি দেখতে সোমবার পরিদর্শনে গেলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী পৌর পিতাকে সঙ্গে নিয়ে।

উল্লেখ্য থাকে,, তেলিয়ামুড়া শহরকে আবর্জনা মুক্ত রাখতে তেলিয়ামুড়া শহর থেকে বেশ খানিকটা দূরে প্রায় এক কোটি উনপঞ্চাশ লাখ টাকা ব্যায়ে ২ হেক্টর জমির উপর নির্মাণ করা হয়েছে সেক্রিয়েশন সেন্টার। সেই নির্মাণ কাজের অগ্ৰগতি ও কাজের খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে সোমবার সেক্রিয়েশন সেন্টার পরিদর্শন বলে জানান তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী।
এই সেক্রিয়েশন সেন্টার নির্মাণ করা হলে তেলিয়ামুড়া শহরকে আবর্জনা মুক্ত রাখা সম্ভব হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য