জানা গেছে, TR 01 D 3454 নম্বরের একটি বোলেরো গাড়ি চাকমাঘাট থেকে তেলিয়ামুড়া দিকে আসছিল। অপর দিক থেকে আসা AS 01JE 0851 নম্বরের একটি দূরপাল্লা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বোলেরো গাড়িটির তেলিয়ামুড়া থানাধীন আসাম-আগরতলা জাতীয় সড়কের মগবাড়ির জারুইলং বাড়ি এলাকায়। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয় পাঁচজন। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের। তেলিয়ামুড়া দমকল কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত পাঁচজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই যান দুর্ঘটনায় আহত পাঁচজনের নাম হল মনিকা দাস, অভিজিৎ দেবনাথ, সুজিত দাস, পিন্টু দাস এবং বিমল দাস। বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।।



