কর্মচারীদের বকেয়া ডি এ , বছরে দুইবার ডি এ প্রদান, এসমা আইন বাতিল , ডিফাইন্ড পেনশন চালু, ডাই ইন হারনেসের সুবিধা, সপ্তম বেতন কমিশনের সব সুযোগ সুবিধা প্রদান , এডহক প্রমোশনের জটিলতা দূর করা ও চাকুরী জীবনে তিনটি ফিনান্সিয়াল বেনিফিটের অধিকার সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবীতে রবিবার ছিল টি জি ই এ -র রাজ্যব্যাপী গণ অবস্থান। তারই অংগ হিসেবে রবিবার খোয়াইয়েও তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালিত হল খোয়াই কবিগুরু পার্ক স্থিত সংগঠনের বিভাগীয় কার্য্যালয়ের সামনে।জেলা ভিত্তিক কর্মসূচীতে খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমার সংগঠনের সদস্য সদস্যারা যোগ দেন এদিনের কর্মসূচীতে।বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্য্যন্ত চলে কর্মসূচী।
উত্তম সিনহা ও অরুণ কলই ছিলেন এই কর্মসূরি অনুষ্ঠানের সভাপতির মন্ডলীতে। তাদের দাবীসনদের সমর্থনে বক্তব্য রাখেন টি ই সি সি এইচ বি রোড র খোয়াই বিভাগীয় সম্পাদক প্রদ্যোৎ ভট্যাচার্য্য, টি জি ই এ – র খোয়াই ও তেলিয়ামুড়ার বিভাগীয় সম্পাদক সুব্রত নাথশর্মা ও বিমল দেবনাথ, টি ই সি সি এইচ বি রোড র নেতা সঞ্জীব ভট্যাচার্য্য, টি জি ই এ নেতা শান্তি ভূষণ দত্ত , শিক্ষকনেতা ভাস্কর দেবসরকার, টি ইউ কে সি নেতা শম্ভু দেববর্মা,গ্রুপ — ডি কর্মচারী নেতা তপন সরকার ও বিদ্যুৎকর্মী নেতা অনিমেষ মজুমদার।



