Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাত ৯ টা নাগাদ এক বাইক আরোহ দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা...

রাত ৯ টা নাগাদ এক বাইক আরোহ দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাইক আরোহীত মৃত্যু হয় ঘটনা সোনাতলা এলাকায়।

শনিবার রাত ৯ টা নাগাদ খোয়াই থেকে তুলাশিখর নিজ বাড়ি যাবার পথে সোনাতলা বাজার সংলগ্ন একটি দাঁড়িয়ে থাকা ট্রাক গাড়ির পেছনে বাইক নিয়ে ধাক্কা দেবার ফলে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনা বিবরণ দিয়ে সোনাতলা এলাকার প্রত্যক্ষদর্শিতা জানান কিশোর দেববর্মা ( 50) বাড়ি তুলাশিখড় এলাকার রবিচরণ চৌপাড়ার বাসিন্দা পেশায় একজন মাংস ব্যবসায়ী হওয়াতে সবাই ওনাকে চিনে। কিশোর দেববর্মা তুলাশিখর বাজারে মাংস বিক্রি করে থাকেন। তাছাড়া ওনার পরিবার খোয়াই গনকি স্থিত জিপ স্ট্যান্ডের পাশে ভাড়া বাড়িতে থাকেন। তিনিও পরিবারের সাথে দেখা করতে গণকি বাড়িতে আসেন। শনিবার রাত ৯ টা নাগাদ নিজ বাইক নিয়ে গনকি ভাড়া বাড়ি থেকে তুলাশিখর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। শেষে সোনাতলা শনি মন্দির এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক গাড়িতে পিছনের দিক দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই কিশোর দেববর্মন মৃত্যু হয়। বিকট শব্দে আশেপাশের মানুষ ছুটে আসে এবং দেখতে পায় কিশোর দেববর্মা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। শেষে এলাকাবাসী অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে ওরা এসে কিশোর দেববর্মাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক কিশোর দেববর্মাকে মৃত বলে ঘোষণা করে। ট্রাকটির পিছনে আঘাতের ফলে কিশোর দেববর্মা মাথা ফেটে দুফালি হয়ে যায় এবংঅতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় কিশোর দেববর্মার। মৃত্যুকালে স্ত্রী সহ এক ছেলে এক মেয়ে রেখে গেছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় তুলাসিখর এলাকায় শোখের ছায়া নামে আসে। এই ঘটনার পর খোয়াই জেলা হাসপাতালে কিশোর দেববর্মাকে দেখতে আত্মীয় পরিজনদের ভিড় উপচে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য