পিছিয়ে পড়া করবং জাতির লোকজন দের উন্নয়নে রাজ্য সরকার মুখ্য ভূমিকা নিলেও, একাংশ স্থানীয় আমলাদের কারণে সেই উন্নয়ন থমকে আছে। এদের উন্নয়নের জন্য খোয়াই জেলা শাসক থেকে শুরু করে, তেলিয়ামুড়া ব্লক ডেভলাপমেন্ট অফিসার সহ মন্ত্রী পর্যন্ত পূর্ণচন্দ করবং পাড়ায় ছুটে গিয়েছিলেন বিগত কয়েক মাস পূর্বে। উদ্দেশ্য ছিল ১১ পরিবার করবং জাতিদের জন্য উন্নয়ন করা। সেই মোতাবেক রাজ্য সরকার ওই করবং জাতিদের উন্নয়নে ঢালাও উদ্যোগও গ্রহণ করেছিল। ১১ পরিবারের করবং জাতির লোকজনরা পানীয় জলের জন্য সরকারি ভাবে সাব মার্জিবল মেশিন বসিয়ে দেওয়া হয় এবং একটি করে সিনটেক্স দেওয়া হয়। এছাড়াও প্রতিটি পরিবারের আই উপার্জনের জন্য পশু দপ্তর থেকে শুকর ছানা দিয়ে সহায়তা করা হয়েছিল। অন্যদিকে ওই সব পরিবার গুলির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়। সরকারিভাবে পাছেন এমজিএম রেগা প্রকল্পের কাজকর্ম করবং জাতির লোকজনরা। তবে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে ওই সব পরিবার গুলির উন্নয়নের জন্য প্রায় কোটি টাকার উপর বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। অত্যন্ত পরিতাপের বিষয় সবকিছু উন্নয়ন ঠিকঠাক ভাবে হলেও পূর্ণচন্দ্র করবং পাড়ার বসবাসকারী করবং জাতির লোকজনদের যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটি ন্যূনতম সংস্কার করে দেয়নি স্থানীয় প্রশাসনিক প্রশাসনিক আমলারা এমনটাই অভিযোগ। অপরদিকে এই এলাকায় পূর্ণচন্দ্র করবং পাড়া সিনিয়ার বেসিক বিদ্যালয় আছে। কিন্তু ওই বিদ্যালয়ের চারদিকে প্রাচীর দেওয়ার কাজ এখনো শুরু হয়নি।।



