২০২৩ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমকে রাজনৈতিকভাবে দেউলিয়া করে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে প্রায় প্রত্যেকদিন শতশত বিরোধী ভোটার শাসক বিজেপিতে যোগদান করছে। বৃহস্পতিবারও এর ব্যাতিক্রম নয়। বৃহস্পতিবার এক উঠান সভার মধ্য দিয়ে ৫ নং করইলং শক্তি কেন্দ্রের অন্তর্গত ৩৮ নং বুথে এক দীর্ঘ ২৫ বছরের বাম সরকারের অপশাসন থেকে মুখ ফিরিয়ে বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে ১০ পরিবারের ৩২ জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেন। নবাগতদের পদ্ম পাতাকা ও উত্তরীয় পরিয়ে দলে বরণ করে নেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। এদিনের এই উঠান সভায় উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিজেপি মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, পৌর পিতা রূপক সরকার, সহকারী পৌরপিতা মধুসূদন রায়, বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব’রা। প্রায় প্রত্যেকদিন তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে শাসক শিবির বিজেপিতে যেভাবে শতশত বিরোধী ভোটার বিজেপিতে যোগদান করছেন এ থেকে স্পষ্ট যে তেলিয়ামুড়ায় বিজেপির পাল্লা অনেকাংশেই ভারী।



