বুধবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় সারা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়ায় ও সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির ডাকে বূহস্পতিবার তেলিয়ামুড়ায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পার্টির তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, বাম নেতা সুবীর সেন, প্রাক্তন বাম বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে প্রাক্তন বাম বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস বলেন,, চড়িলামে বুধবার সিপিআইএম দলের পক্ষ থেকে ব্লক ডেপুটেশন ও পথসভা হওয়ার কথা ছিল। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী’রা সিপিআইএম দলের কর্মী সমর্থক’রা যাতে ডেপুটেশন প্রদান না করতে পারে সেই জন্য পুলিশের সামনে প্রকাশ্যে সিপিআইএম কর্মীদের ও বিধায়ক ভানুলাল সাহার উপর হামলা চালায় এবং পরবর্তী সময়ে দলীয় এক কর্মী সহিদ মিয়াকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম -র ডাকে সাড়া রাজ্যে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় সিপিআইএম – র বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা ব্যাবস্থা ছিল লক্ষনীয়।



