Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনেশাগ্রস্ত অবস্থায় হেলমেট বিহীন ভাবে দ্রুত গতিতে বাইক চালানোর ফলে বাইক ও...

নেশাগ্রস্ত অবস্থায় হেলমেট বিহীন ভাবে দ্রুত গতিতে বাইক চালানোর ফলে বাইক ও যাত্রীবাহী অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত ৫। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলব্রিজ সংলগ্ন এলাকায় তেলিয়ামুড়া-ঘিলাতলী সড়কে মঙ্গলবার বিকেল নাগাদ।

ঘটনার বিবরণে জানা যায় TR 06 3290 নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়ি ঘিলাতলী থেকে যাত্রী নিয়ে তেলিয়ামুড়া-ঘিলাতলী সড়ক ধরে তেলিয়ামুড়ার দিকে আসার পথে গোলাবাড়ি রেলব্রিজ সংলগ্ন এলাকায় আসা মাত্রই অপর দিক থেকে আসা দ্রুতগতির সম্পূর্ণ একটি বাইকের সঙ্গে অটো গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা যায়, হেলমেট বিহীন অবস্থায় নেশাগ্রস্ত হয়ে দ্রুতগতিতে বাইক চালানোর ফলেই অটো গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। বাইক ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অটোতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয় এবং বাইকে থাকা বাইকের চালকও আহত হয়। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের, দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা যায়, আহতদের মধ্যে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলাকে অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে প্রেরণ করবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে, এই যান দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং এই দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করে পুলিশ। এই যান দুর্ঘটনায় রীতিমতো গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য