Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ১৫ পরিবারের ৫১ জন ভোটার, পশ্চিম তেলিয়ামুড়া গ্ৰাম...

২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ১৫ পরিবারের ৫১ জন ভোটার, পশ্চিম তেলিয়ামুড়া গ্ৰাম পঞ্চায়েত ৩৩ নং বুথ এলাকায় ১৩ পরিবারের ৪৯ জন ভোটার এবং তুইসিন্দ্রাই বাড়ি গ্ৰাম পঞ্চায়েতের ২১ নং বুথ অর্থাৎ করইলং এলাকায় ১০ পরিবারের ৩৩ জন ভোটার বিজেপি দলে যোগদান

বামের ঘরে রামের হানা। ২০২৩ বিধানসভা নির্বাচনের পূর্বে দল বদলের হিড়িক লেগেছে। সব রাজনৈতিক দল নিজেদের অস্তিত্বের জানান দিতে ময়দানে ইতিমধ্যেই তৎপর। ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রাকমুহুর্তে শাসক দল বিজেপিতে দীর্ঘ ২৫ বছরের বাম অপশাসনের থেকে মুখ ফিরিয়ে একই দিনে পৃথক পৃথক তিনটি স্থানে বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে পদ্ম শিবিরের শামিল বহু ভোটার।
উল্লেখ্য থাকে,, ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ১৫ নং ওয়ার্ডের সাহা বেকারী সংলগ্ন এলাকায় এক সভার মধ্য দিয়ে বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে ১৫ পরিবারের ৫১ জন ভোটার, অন্যদিকে পশ্চিম তেলিয়ামুড়া গ্ৰাম পঞ্চায়েত ৩৩ নং বুথ এলাকায় সি.পি.আই.এম পশ্চিম তেলিয়ামুড়া ব্রাঞ্চ সম্পাদক
সজল রুদ্রপাল, বামপন্থী মোটর শ্রমিক ইউনিয়নের বিভাগীয় কমিটির সদস্য হরিপদ দাস, বামপন্থী মৎস্য জীবি ইউনিয়নের বিভাগীয় কমিটির সদস্য হীরেন্দ্র দাসের নেতৃত্বে বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে ১৩ পরিবারের ৪৯ জন ভোটার সেই সঙ্গে তুইসিন্দ্রাই বাড়ি গ্ৰাম পঞ্চায়েতের ২১ নং বুথ অর্থাৎ করইলং এলাকায় ১০ পরিবারের ৩৩ জন ভোটার কল্যাণী রায়ের হাত ধরে বিজেপি দলে যোগদান করে।
বিধায়িকা কল্যাণী রায় বিজেপি দলে নবাগতদের দলীয় পতাকা ও উত্তরীয় পরিয়ে বরন করে নেন।
এ প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় বলেন,, নির্বাচন আসন্ন। চলছে দল বদলের কাজ, সারা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র সি.পি.আই.এম ও কংগ্রেস দল থেকে যোগদান করছে বহু ভোটার। তেলিয়ামুড়ায় কংগ্রেসের অস্তিত্ব নেই বললেই চলে, ভারতীয় জনতা পার্টিতে বেশীরভাগ যোগদান করছেন বামপন্থী ভোটার।
তবে যাই হোক, তেলিয়ামুড়া বিধানসভা নির্বাচনে যে শাসক শিবির বিজেপির পাল্লা ভারী তা আর বলার অপেক্ষা রাখে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য