Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এলাকার চাষী ভাই বোন দের নিয়ে অনুষ্ঠিত হলো...

দিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এলাকার চাষী ভাই বোন দের নিয়ে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক চাষাবাদের উপর একদিনের প্রশিক্ষণ শিবির

বুধবার দুপুরে খোয়াই চেবরি স্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক চাষের উপর এলাকার কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির। এই শিবিরে গনকি, রামচন্দ্র ঘাট, রংখল পাড়া, নকশিরাই পড়া সহ আরো বিভিন্ন এলাকার ৪০ জন কৃষক এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। এই শিবিরে স্বাগত ভাষণ রাখতে গিয়ে দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডঃ মনোজ সিং শাচান প্রাকৃতিক ক্ষেত কি সে সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাপতি হরিশংকর পাল। তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান সময়ে জৈব সার ব্যবহারের দিকে বিশেষভাবে জোর দিয়েছেন। তিনি এও বলেন প্রকৃতি এই বিশ্ব সৃষ্টি করেছেন এই প্রকৃতিকে ব্যবহার করে আমরা বিভিন্ন জৈব সার তৈরি করতে পারি। বিশেষ করে জনজাতি কৃষক ভাই-বোনেরা জুম চাষ করে সবজি, মিষ্টি কুমোর, খারকন, আলু ইত্যাদি চাষাবাদ করেন যেগুলির চেহিদা বাজারে প্রচুর রয়েছে। তিনি এও বলেন প্রত্যেক বাড়িতে যদি আমরা নিম ও তুলসী গাছ লাগাই তার থেকে যে হাওয়া লাগে তা শরীরের পক্ষে যথেষ্ট সুস্বাস্থ্য পদ। কৃষি বিজ্ঞান কেন্দ্রের এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রর প্রশংসা করেন। শেষে কৃষকদের মধ্যে বিভিন্ন সবজির বীজ, চারা কৃষকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে ধন্যবাদ সুচক বক্তব্য রাখেন পশু পালন বিশেষজ্ঞ ডঃ নুরুল ইসলাম। এদিন খোয়াই রামচন্দ্র ঘাট নামাপাড়া গ্রামে ধানের মধ্যে ফসফরাস পরিচর্যার উপর ক্ষেত্র দিবস অনুষ্ঠিত হয়। এই ক্ষেত্র দিবসে উপস্থিত ছিলেন মৃত্তিকা বিশেষজ্ঞ দীপঙ্কর দে, কৃষ সম্প্রসারণ বিভাগের বিশেষজ্ঞ ডক্টর রাজিব দাস, প্রবীণ ফার্মাস ক্লাবের সভাপতি কৃষ্ণকান্ত দাস ও সম্পাদক নিরঞ্জন দেবনাথ। এই ক্ষেত্রে দিবসের ত্রিপুরার মাটিতে ফসফরাস স্বল্পতার জন্য বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয় কৃষকদেরকে তাছাড়া রক ফসফেট ব্যবহার করার ফলে এবং ধানের চারা গুলোকে জীবামৃত সারের মধ্যে ডুবিয়ে রেখে লাগানোর ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা মাটিতে এস এস পি থেকে রক ফসফেট বেশি কার্যকর এই আলোচনাগুলি উঠে এসেছে ক্ষেত্রে দিবসের মাধ্যমে ৬২ জন কৃষকদের নিয়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য