Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিভিন্ন দল ছেড়ে যোগদান কংগ্রেসে

বিভিন্ন দল ছেড়ে যোগদান কংগ্রেসে

তেলিয়ামুড়া প্রতিনিধি:
যারা বলছে ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও, তাদের মধ্যেই গোষ্ঠী কোন্দলের ছয়লাপ। বিগত দিনেও এমনটাই দেখা গিয়েছিল তেলিয়ামুড়াতে। এবারেও এর ব্যাতিক্রম নয়। রাজনৈতিক দল বদল, দলত্যাগ এবং পদযাত্রা করে রাজ্যের সরকার বদল করা যায় না । প্রয়োজন সংগঠনকে প্রথম থেকেই চাঙ্গা করে রাখা । তা না করে উপরন্ত আবার গোষ্টি কোন্দলের ছয়লাপ রাজ্য বিধানসভা, পৌর পরিষদ, গ্রাম পঞ্চায়েত, এ.ডি.সি গুলির ভোট ঘনিয়ে এলেই কংগ্রেস নেতাদের মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রত্যক্ষ করে রাজ্যবাসী । আর ভোট পর্ব ফুরিয়ে গেলেই ওই দলের নেতৃত্বদের অনুবিক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পায় না সাধারণ মানুষজনেরা । মূলত দলের অনুশাসন ব্যাবস্থা লাগামহীন। কথা হচ্ছিল ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রসঙ্গ নিয়ে। ইদানিং কালে কংগ্রেস দলের নেতৃত্বরা ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও-এর নামে গোটা রাজ্যে পদযাত্রার হিড়িক লাগিয়ে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ করা যায় এই পদযাত্রায় কর্মীদের উপস্থিতি লক্ষণীয় এবং কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ করা যায় পদযাত্রা গুলিতে কংগ্রেস কর্মীদের স্বল্পতা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একটু পিছনের দিকে ফিরে তাকালে অর্থাৎ গত ২০১৩ বিধানসভা ভোটের আগে রাজ্যের ক্ষমতায় ছিল সিপিএম দল ওই সময়ে গোটা রাজ্যের সমতলে থেকে পাহাড়ে দলত্যাগের হিড়িক চলছিল । ওই সময়ে সিপিএম দল ক্ষমতায় থাকা সত্ত্বেও পাহাড়ের মাটি পর্যন্ত দল ত্যাগ করে কংগ্রেসের শামিল হয়েছিল । অর্থাৎ প্রত্যন্ত এলাকার অধিকাংশ জনজাতি অংশের মানুষজনরা দলত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছিল । কিন্তু ভোটের পর প্রত্যক্ষ করা যায় ফের সিপিএম ক্ষমতা দখল করেছিল । কাজেই দলত্যাগ, মিছিল, সমাবেশ দিয়ে সরকার পরিবর্তন করা যায় না । অনেকেই কংগ্রেস দলের নেতৃত্ব দের ভোটের পাখি বা সিজোনাল পাখির সাথে তুলনা করেন। কারণ ভোট পর্ব পুড়িয়ে যেতেই ওই সব নেতাদের অনুবিক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পায় না সাধারণ মানুষজন। কিন্তু এ কংগ্রেস দলের নেতৃত্বদের বক্তব্য শ্রবণ করলে বোঝা যায় কেবল দায় সারাভাবে লম্বা চওড়া বক্তব্য সাধারণ মানুষের সামনে রাখতে পারেন। অন্যদিকে রাজ্যে ২০২৩ সালের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে । তবে এই কংগ্রেস দলের নেতৃত্বরা নিজেদের পালে কতটা হাওয়া লাগাতে পারবেন সেটা সময় কথা বলবে । আবার রাজ্যের গুটিকয়েক কংগ্রেস নেতা বিগত দিনে দলের প্রতি গুষা করে তৃণমূল কংগ্রেস দলে সামিল হয়েছিলেন । তারা আবার তৃণমূল কংগ্রেসে ঠাঁই না পেয়ে পুনরায় কংগ্রেস শিবিরেই ফিরলেন। যদিও রাজ্য বিধানসভার ভোট বেশ কিছু দিনের অপেক্ষা থাকলেও, এখন থেকেই ভোটের বাজারে বিশেষ করে তেলিয়ামুড়াতে অন্য চিত্র কংগ্রেস দলের। কংগ্রেস দলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,,২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের হয়ে দলীয় টিকিট প্রত্যাশী ৩ জন। সূত্রটি জানায়,, এই ৩ জন হলেন তেলিয়ামুড়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য, সেবা দলের রাজ্য নেতৃত্ব নিত্য গোপাল রুদ্রপাল সহ সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে ফেরা গৌরী শঙ্কর রায়। এখন থেকেই শুরু হয়েছে দলের নেতাদের লেং- মারামারি এবং গুষ্টি বাজি। তবে শেষ পর্যন্ত ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের টিকিট কার‌ হাতে আসে তা শুধু সময়ের অপেক্ষা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য