Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদক্রমবর্ধমান নারী নির্য্যাতনের বিরুদ্ধে ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিক্ষোভ খোয়াই মহিলা থানার...

ক্রমবর্ধমান নারী নির্য্যাতনের বিরুদ্ধে ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিক্ষোভ খোয়াই মহিলা থানার সামনে

সারা রাজ্য জুড়ে ধর্ষণ, গণ ধর্ষণ, ধর্ষণের পরে খুন , গার্হস্থ্য হিংসা ও পণের বলি হয়ে খুন সহ ক্রমবর্ধমান নারী নির্য্যাতন বন্ধ করার দাবীতে রাজ্যব্যাপী কর্মসূচীর অংগ হিসেবে মংগলবার দুপুরে খোয়াইতেও নারী সমিতির কর্মীরা বিক্ষোভে সোচ্চার ছিলেন সমস্ত মা বোনেরা।এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই মহকুমা কমিটির ডাকে এক বিক্ষোভ কর্মসূচী ছিল জেলাসদর অফিসটিলা স্থিত সদ্য উদ্বোধন হওয়া মহিলা থানার সামনে। থানার মূল প্রবেশ দ্বারে দাঁড়িয়ে জাতি উপজাতি মা বোনেরা প্রায় এক ঘন্টার বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ কর্মসূচী থেকে ক্রমবর্ধমান নারী নির্য্যাতন বন্ধের জন্য জোরদার ভাবে পুলিশী ব্যাবস্থা গ্রহণের দাবী জানানো হয়। পাশাপাশি নির্যাতনের ঘটনার অভিযোগ পাওয়ার সাথে সাথে যাতে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তার করা সহ অপরাধ বন্ধের জন্য কার্য্যকরী ব্যাবস্থা গ্রহণের দাবী জানানো হয়।এদিনের বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির জেলা সম্পাদিকা গায়েত্রী দত্ত, মহকুমা সম্পাদিকা গৌরী পাল। নারীনেত্রীরা নারী নির্য্যাতন রোধে পুলিশ ও মহিলা কমিশনকে নিরপেক্ষতার সাথে প্রশাসনিক দায়িত্ব পালনের আহ্বান জানান বিক্ষোভ সমাবেশ থেকে। বিক্ষোভ চলাকালীন সময়ে খোয়াই মহিলা থানার ভারপ্রাপ্ত কার্য্যকারক থানার প্রবেশপথে এসে বিক্ষোভে সামিল নারীদের সাথে কথা বলেন ও রাজ্য জুড়ে নারী নির্য্যাতন রোধে পুলিশী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এরপর বিক্ষোভ কর্মসূচীর সমাপ্তি ঘটে।এদিনের বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে সামিল ছিলেন নারীনেত্রী হেপী চক্রবর্তী, রাধারাণী দেববর্মা, রত্না চক্রবর্তী, শুক্লা নাথশর্মা, শুক্লা সেনগুপ্তা , কুসুম বালা বিশ্বাস , মঞ্জু দেব, সুনীতা দত্ত প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য