Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবহিরাজ্যের এক নির্মাণ সংস্থার রড চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক চারজন।

বহিরাজ্যের এক নির্মাণ সংস্থার রড চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক চারজন।

বহিরাজ্যের এক নির্মাণ সংস্থার রড চুরি করতে গিয়ে বহির রাজ্যের তিন যুবক শহ স্থানীয় নৈশ প্রহরীকে নাটক করে পুলিশ। ঘটনা বিবরণ দিয়ে পুলিশ জানায় বহির রাজ্যের নির্মাণ সংস্থা এস এস ডি কোম্পানি খোয়াই শহরের উপর রয়েছে পরিত্যক্ত বিমানবন্দরটি সেই বিমানবন্দরের বাউন্ডারি ওয়াল নির্মাণের বরাত পান এস এস ডি নির্মাণ সংস্থাটি। তাতে করে নির্মাণ সংস্থাটি বাউন্ডারি ওয়াল তৈরি করার জন্য বিভিন্ন সামগ্রী জোর করে রাখে। সেখান থেকেই শনিবার রাতে বহি রাজ্যের একটি গাড়ি মিনি অটো ট্রাক আসামের নাম্বার লাগানো AS11EC3419 লরিটি করে দশ কুইন্টাল বিভিন্ন ক্যাটাগরির রোড চুরি করে পালানোর সময় খোয়াই সিঙ্গিছড়া স্থিত চেরমা এলাকা থেকে গাড়ি ভর্তি রড সহ তিন যুবককে আটক করে পুলিশ। চুরি যাওয়া রডের বাজার মূল্য ৭০ হাজার টাকার উপর। রড গুলি চুরি করে কমলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল লরিটি। সিঙ্গিছাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় লরিটির গতিবেগ দেখে এলাকাবাসীর সন্দেহ হয় তখন পুলিশকে খবর দিলে পুলিশ লরিটিকে চেরমা এলাকাতে গিয়ে আটক করে। এর মধ্যে রয়েছে আসামের করিমগঞ্জ এলাকার বাসিন্দা তথা গাড়ির চালক শাহিদ হোসেন, একই এলাকার শহিদুল আহমেদ ও মোঃ আলিম উদ্দিন। তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন ভাবে কথাবার্তা বলাতে দেখে পুলিশের ও সন্দেহ হয় তখন তাদেরকে গাড়ি শুদ্ধ তিন যুবককে খোয়াই থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনার খবর পেয়ে এস এস ডি নির্মান সংস্থার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা খোয়াই থানায় এসে হাজির হন এবং এই চুরির পিছনে মাস্টারমাইন্ড হিসেবে নাম দেন খোয়াই বিমানবন্দর এলাকার নির্মাণ সংস্থার কাজের এলাকার নৈশ প্রহরী খোয়াই গণকি নিবাসী সুনীল সরকারের। শেষে পুলিশ সুনীল সরকারকেও গ্রেফতার করে। যার কেস নম্বর 85/22 U/S 379/34 IPC ধরাতে শেষে পুলিশ রবিবার দুপুরে ধৃত চারজনকে আদালতে তোলা হলে আদালত তাদেরকে জেলে পাঠিয়ে দেয়

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য