তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের তৎপরতায় হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ভ্যাহিকেল চেকিং-এ বসে শনিবার বিকেলে ১৬১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ ও ট্রাফিক ইউনিটের কর্মীরা। উল্লেখ্য থাকে,, তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ শনিবার বিকেলে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ভ্যাহিকেল চেকিং-করার সময় WB76B2306 একটি দূরপাল্লার লরি’কে তল্লাশি চালানোর সময় সন্দেহ হয় গাড়িতে গাঁজা জাতীয় কিছু থাকতে পারে। পরবর্তীতে ঘটনাটি জানানো হয় ট্রাফিক ডি.এস.পি বিক্রম জিৎ শুক্ল দাস’কে। তিনি এসে মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নিকট গাঁজা সহ গাড়িটি হস্তান্তর করে। পরবর্তীতে পুলিশ গাড়িটিকে নিয়ে আসে তেলিয়ামুড়া থানার সামনে। পরবর্তীতে পুলিশ তল্লাশি চালিয়ে লরির একটি গোপন চেম্বার থেকে মোট ২৮ প্যাকেটে ১৬১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় ৪২ বছর বয়সি গাড়ির চালক মোহাম্মদ জামিরুল উদ্দিন’কে। মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানিয়েছেন,, গাড়ির চালক’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে বাইপাস সংলগ্ন এলাকা থেকে লোডিং করে বহিঃ রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় ১৬১ কেজি শুকনো গাজা আটক করা হয়। তাছাড়া তিনি জানিয়েছেন,, আগামী দিনে এ ধরনের অভিযান জারি থাকবে।



