দেশের সংবিধান রক্ষা, গনতন্ত্র পুনরুদ্ধার ও জনজীবনের সমস্যা সমাধানের লক্ষ্যে সকল অংশের জনগনকে সামিল হওয়ার আহ্বানে ইচারবিল থেকে মোহরছড়া বাজারের উদ্দেশ্যে লাল ঝান্ডার মিছিল।শনিবার সি পি আই এম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে হয় এই মিছিল এবং সমাবেশ। স্থানীয় ইচারবিল চৌমুহুনী থেকে শুরু হয় পদ যাত্রা ও মিছিল শেষ হয় মোহরছড়া বাজারে গিয়ে। মিছিল শেষে মোহরছড়া বাজারে হয় এক জন সমাবেশ। সিপিআইএমের এদিনের এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বামফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সি পি আই এম এর ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বায়ক নারায়ন কর, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা। সি পি আই এম -এর তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এদিনের এই মিছিল ও জন সমাবেশে বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।।



