তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকার বাসিন্দা তথা প্রদীপ পাল শিশু বিহার এলাকায় বাইসাইকেল নিয়ে তেলিয়ামুড়া-খোয়াই সড়ক ধরে যাচ্ছিল। অন্যদিকে, ডেনি দেববর্মা নামের এক উপজাতি যুবক নিজের বাইক নিয়ে তেলিয়ামুড়া-খোয়াই সড়ক ধরে আসার পথে বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীকে সজোড়ে ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পরে ওই বাইসাইকেল আরোহী। এই যান দুর্ঘটনায় আহত হয় বাইক চালক এবং বাইসাইকেল চালক উভয়েই। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে উভয়ের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের জরুরী কালীন বিভাগে।।



