জানা যায়, কোন এক বিষয়কে কেন্দ্র করে গামাইবাড়ি এলাকায় একদল লোক মিলে সঙ্ঘবদ্ধভাবে সাধন দাস নামের এক যুবককে মারধর করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ। আক্রান্ত ঐ যুবক জানায়,,,, সে তার কিছু বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে গামাইবাড়ি এলাকায় তার ভাইয়ের সঙ্গে একটি ঝামেলা হওয়ার খবর পেয়ে গামাইবাড়ি এলাকায় যায় এবং সেখানে যাওয়া মাত্রই ওই যুবকের সঙ্গে বচসা ও বাকবিতণ্ডা সৃষ্টি হয় গামাইবাড়ি এলাকার স্থানীয় একদল লোকের সঙ্গে। পরবর্তীতে এটা হাতাহাতিতে রূপ নেয় এবং এই হাতাহাতিতে আহত হয় সাধারণ দাস নামের ওই যুবক। পরবর্তীতে সে চারজনকে চিহ্নিত করে সেই অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানার দারস্ত হয় এবং তেলিয়ামুড়া থানায় একটি অভিযোগ জানায়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে তেলিয়ামুড়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গামাইবাড়ি এলাকায়।।



