সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি মধ্য শিবির এলাকার বাসিন্দা তথা গাড়ি চালক জিতেন্দ্র দাস দুপুর নাগাদ ঘটিকায় বাড়ি থেকে বের হয়। আনুমানিক দুপুর এক(১)টা এবং দুটোর(২) মাঝখানের কোন এক সময়ে গামাইবাড়ি ফরেস্ট রিজার্ভের মধ্য শিবিরের পার্কে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ওই এলাকার, লোকজন জিতেন্দ্র দাসের আত্মহত্যার খবর দেয় তার বাড়িতে। আত্মঘাতী ব্যাক্তির আত্মীয় পরিজনরা ঘটনাস্থলে এসে খবর দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে আসে। তবে পুলিশ জিতেন্দ্র দাসের অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে তার স্ত্রীর অভিযোগ,, সে প্রায়শই মদমত্ত অবস্থায় থাকতো। এদিকে তার অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।



