Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদস্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার পূর্ণাবায়ব মূর্তি স্থাপিত হল ধলাবিল বনবীথি পার্কে

স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার পূর্ণাবায়ব মূর্তি স্থাপিত হল ধলাবিল বনবীথি পার্কে

খোয়াই বনবীথি পার্কে ২৫ লক্ষ টাকা ব্যয়ে স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার পূর্ণাবায়ব মূর্তির আবরণ উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল। মঙ্গলবার দুপুরে ধলা বিলস্থিত বনবীথি পার্কে বিরসা মুন্ডার পূর্ণাবায়ব মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, লোকসভার সাংসদ ডক্টর মহেশ শর্মা, রাজ্যের সংসদ প্রতিমা ভৌমিক, রাজ্যসভার সংসদ সমীর ওরাং, উত্তর প্রদেশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ মহেন্দ্র সিং, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার মুখ্য সচেত শ্রীমতি কল্যাণী রায়, ক্রীড়া সচিব অমিত রক্ষিত, মুন্ডা সমাজের প্রধান সমাজপতি সুরেশ মুন্ডা সহ খোয়াই জেলার একাধিক বিধায়ক বিধায়িকারা। স্বাগত ভাষণে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই দপ্তর থেকে ২৫ লক্ষ টাকা ব্যয়ে এই মূর্তিটি তৈরি করা হয়েছে মূর্তিটি তৈরি করেন বিলোনিয়া নিবাসী তথা রাজ্যের আর্ট কলেজের ছাত্র কৃষ্ণ দেবনাথ। তিনি আরো জানান স্বাধীনতা সংগ্রামী সিধু কানু এদেরও পূর্ণাবয়ব মূর্তি বসানো হবে মোহনপুরে। এই অনুষ্ঠানে এ ছাড়া বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ সহ অন্যান্যরা। প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীর সার্বিক প্রচেষ্টার কথা বলেন। এই ধরনের স্বাধীনতা সংগ্রামীদের দেশের মানুষ এতদিন চিনতো না। বিগত সরকার গুলো এই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস চাপা দিয়ে রেখেছিল। দেশে এবং রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পরেই ওই স্বাধীনতা সংগ্রামীদের পূর্ণ সম্মান দিয়ে দেশের মানুষের সামনে তুলে ধরা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য