১৫ ই নভেম্বর দুপুরে খোয়াই পুর পরিষদের উদ্যোগ তৈরি করা খোয়াই বারোবিল স্থিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রেটির উদ্বোধন করতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটিকে উদ্বোধনের আগে রবিবার দুপুরে পরিদর্শন করতে আসেন রাজ্যের আরবান দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার । রবিবার দুপুরে বারবিল স্থিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটিতে পরিদর্শনকালে আরবান দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার এর সাথে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা শাসক বিজয় সিনাহা, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা। এই দিন দুপুরে আরবান দপ্তরের অধিকর্তা ও মহকুমা শাসক খোয়াই বার বিল স্থিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি ঘুরে ঘুরে প্রদর্শন করেন। এই বিষয়ে এক সাক্ষাতে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা বলেন আগামী ১৫ই নভেম্বর দুপুরে খোয়াই বার বিল স্থিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি তৈরি করতে খরচ হয়েছে দুই কোটি ১২ লক্ষ টাকার মতন। এবং এই প্রক্রিয়াকরণ কেন্দ্রটি 28 একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। তাই উদ্বোধনের আগে এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি রবিবার দুপুরে পরিদর্শন করতে আসেন রাজ্যের আরবান দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার। যদিও এর আগে খোয়াই জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা স্থানটি পরিদর্শন করে গেছেন। এই বিষয়ে বলতে গিয়ে পুর চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা বলেন এই কেন্দ্রটি সম্পূর্ণভাবে খোয়াই পুরো পরিষদের উদ্যোগে তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো খোয়াই শহরে যে বিভিন্ন বর্জ্য পদার্থ আছে যেগুলিকে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করাহয় এবং শহরের বিভিন্ন রাস্তার কিনার থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক দ্রব্য গুলিকেও সংগ্রহ করা হয় পুরো পরিষদের বিভিন্ন বিকার থেকে। এই বর্জ্য পদার্থ গুলিকে খোয়াই বারোবিল স্থিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে আসা হবে এবং যেগুলি পচন শীল সেগুলিকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কম্পোস্ট সারে পরিণত করে আবার পৃথিবীকে ফিরিয়ে দেওয়া হবে। যাতে করে এই রাজ্যের কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহার না করে এই বর্জ্য পদার্থ থেকে উৎপাদিত কম্পোস্ট সার গুলিকে দিয়ে যাতে কৃষকরা চাষাবাদ করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে। এছাড়াও যত ধরনের প্লাস্টিক বর্জ্য পদার্থ রয়েছে সেগুলিকেও বিভিন্ন প্রক্রিয়া মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার জন্য কাঁচামাল এই সেন্টার থেকে তৈরি করে দেওয়া হবে বলে জানান। খোয়াই শহরকে সুস্থ, সুন্দর রাখার জন্য পুর পরিষদের যে ঐকান্তিক চেষ্টা সে চেষ্টায় সামিল হয়ে সুস্থ ও সুন্দর খোয়াই তৈরি করা হবে বলে এই আশা ব্যক্ত করেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা খোয়াই বাসির কাছে। এবং খোয়াই শহরকে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ শহর তৈরি করা হবে বলেও জানান। তাই ন্যাশনাল গ্রীন ট্রাইবোনেলের ভারডীক অনুযায়ী খোয়াই পুরো পরিষদ এই কাজগুলি করছে। এবং আগামী দিন এই কাজ গুলি সাফল্যমন্ডিত হবে বলে আশাব্যক্ত করেন। খোয়াই সরকে সুন্দর বানানোর জন্য খোয়াই বাসীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান পুর চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। এইভাবে পূর্বেও খোয়াই বাসি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাইতো খোয়াই পুরো পরিষদ উত্তর পর্ব অঞ্চলের মধ্যে ছোট্ট শহর হিসেবে খোয়াই শহরকে ২০২১ সালের স্বচ্ছতার নিরিখ প্রথম পুরস্কার দেন যা খোয়াই পুরো পরিষদ ও খোয়াইবাসীর জন্য খুবই সম্মানের বিষয়। আর এটি হয়েছে পুরোবাসীদের সাহায্যের জন্য। এই সাহায্যের হাত যাতে আগামী দিনও পুর পরিষদের দিকে থাকে এর জন্য অনুরোধ রাখেন।



