বন্য দাঁতাল হাতির প্রতিনিয়ত আক্রমণে ধৈর্য হারা হয়ে পড়েছে গ্রামবাসীরা। বন্য হাতির তাণ্ডব থেকে রেহাই পাওয়ার জন্য প্রতিনিয়তই গ্রামবাসীরা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আবারো রবিবার ভোর রাতে তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন অফিসটিলা এলাকায় বন্য দাঁতাল হাতির আক্রমণে ব্যাপক ক্ষতির সম্মুখীন এলাকাবাসীরা। অল্পেতে রক্ষা পেল এক গ্রামবাসী। প্রতিদিন রাতেই তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন কোন না কোন গ্রামীণ এলাকা গুলিতে বন্য দাঁতাল হাতির লাগামহীন হামলায় অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসীরা। রবিবার ভোর রাতে আচমকা অফিস এলাকায় বিভিন্ন বাড়ি ঘর সহ শীতকালীন সবজি খেতে আক্রমণ চালায় বণ্য দাঁতাল হাতি। সে সময় ওই এলাকার বসবাসকারী মানুষজনেরা নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল। আচমকা বন্য দাঁতাল হাতি অফিস এলাকায় বাড়িঘরে হামলা চালায়। ভেঙ্গে তছনছ করে দেয় বিভিন্ন ঘরবাড়ি সহ শীতকালীন সবজির খেত। সেই সময় এক গৃহস্ত ঘরের মধ্যে ঘুমিয়েছিল। জানালা দিয়ে ঘর থেকে বেরিয়ে অল্পেতেই প্রাণে বাঁচলো সে। জানা গেছে,,,, ওই এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ধান খেয়ে নেই বন্য দাঁতাল হাতিটি। এদিকে ওই এলাকা বাসীরা খবর দের তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীদের। বন দপ্তরের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছার আগেই বন্য হাতিতে ভেঙ্গে তছনছ করে দেয় ঘরবাড়ি সহ ক্ষেতের ফসল। তবে ওই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলি চাইছেন সরকারি উদ্যোগে যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।।



