২২ সোনামুড়া বিধানসভা এলাকার রবীন্দ্রনগর এ বিজয় সংকল্প সভা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন বিকেলে রবীন্দ্রনগর বাজারে জনসভা মঞ্চ থেকে সাধারণ মানুষের নিকট আবেদন রাখেন উন্নয়ন স্বাধীনতা এবং স্বতন্ত্র তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং শ্রদ্ধেয় রাখার জন্য আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে পুনরায় রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার। তিনি সমগ্র সোনামুড়া বাসীর নিকট আবেদন রাখেন তারা যেন এ বছর রাজ্য বিধানসভায় বিজেপির বিধায়ক প্রেরণ করতে পারেন। পাশাপাশি তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের খসড়া তুলে ধরেন এবং আগামী দিনে কি সুনামুরায় কি কি বিষয়গুলি বাস্তবায়িত করা হবে সেগুলিও তুলে ধরেন। এদিনের দীর্ঘ আলোচনায় প্রতিমন্ত্রীর মুখে ছিল বিরোধীদের সমালোচনা। তিনি উদয়পুর মাতাবাড়ি থেকে মেলাঘর হয়ে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট হয়ে কুমিল্লা পর্যন্ত সড়ক নির্মাণের যে প্রয়াস সরকার চালাচ্ছে কেন্দ্রীয় সরকারের তাতে সিলমোহর পড়ে গেছে বলে জানান। এদিনের সভাতে এলাকার মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



