২০২৩ বিধানসভা নির্বাচন’কে পাখির চোখ করে ময়দানের তৎপর শাসক দল বিজেপি। ২০২৩ বিধানসভা নির্বাচনে বিনা যুদ্ধে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ তারা। আর সে কারণেই ভোটের দামামা বেজে উঠতেই শাসক শিবির বিজেপি’র ত্রিপুরা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিভিন্ন জেলায় জেলায় ঘুরে সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করে বর্তমানে মন্ডল স্তরের শক্তিকে বৃদ্ধি করার জন্য প্রয়াস হাতে নিয়েছেন তিনি। এরই অঙ্গ হিসেবে এবং ২০২৩ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা তেলিয়ামুড়া টাউন হলে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরহিত্বে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে। এদিনের এই বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ বিজেপি দলের মন্ডল থেকে বুথ স্থরের সমস্ত কার্যকর্তারা।
এদিনের এই সাংগঠনিক বৈঠকে মূলত আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনের নকশা তৈরি করা হয় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে।
বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,, রাজ্য সভাপতি হয়ে বিভিন্ন জেলা স্থরে সাংগঠনিক সফর শেষ করে বর্তমানে মন্ডল স্তরে সাংগঠনিক সফর শুরু করেছি। রাজীব ভট্টাচার্য বার্তা দেন,, ২০২৩ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং ৬০ এ ৬০ আসন দখল করবে দল।



