Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি জনজাতি মোর্চার কেন্দ্রীয় সভাপতি ও রাজ্য সভাপতি উপর প্রানঘাতি হামলা

বিজেপি জনজাতি মোর্চার কেন্দ্রীয় সভাপতি ও রাজ্য সভাপতি উপর প্রানঘাতি হামলা

প্রাণঘাতি হামলা বিজেপি জনজাতি মোর্চার কেন্দ্রীয় সভাপতি ও রাজ্য সভাপতি উপর। ঘটনা, বড়মুড়া পাহাড়ে শনিবার রাতে। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। অভিযোগ তিপ্রামথার কর্মীদের বিরুদ্ধে। পরবর্তীতে জনজাতি মোর্চার নেতৃত্ব দের সঙ্গে থাকা তাদের দেহরক্ষীরা খোলা আকাশে গুলি চালাতে বাধ্য হয়।
সংবাদে প্রকাশ, কাঞ্চনপুর থেকে আগরতলা ফেরার পথে বড়মুড়া পাহাড়ে আচমকা বিজেপি জনজাতি মোর্চার কেন্দ্রীয় সভাপতি ও রাজ্য সভাপতির উপর প্রাণঘাতী হামলা সংগঠিত হয়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকার দেহরক্ষীরা খোলা আকাশে গুলি ছুঁড়ে আক্রমণকারীদের পিছু হটতে বাধ্য করে। অভিযোগ তিপ্রামথার সমর্থকরা এই হামলা সংঘটিত করে। ভাংচুর করা হয় জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেব্বর্মার গাড়ীটি। জানা গেছে, এই হামলার সময় জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেব্বর্মার সাথে ছিলেন কেন্দ্রীয় জনজাতি মোর্চার সভাপতি সমির ওরান, MDC বিদ্যুৎ দেব্বর্মা সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেব্বর্মা অভিযোগ করেন তিপ্রামথার দিকে। এই ঘটনা আহত হয়েছে তাদের সঙ্গে থাকা একাধিক বিজেপি কর্মী। ঘটনায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য