Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদুই সন্তানের জনকের ঝুলন্ত দেহ উদ্ধার কল্যাণপুরের রমদয়াল বাড়িতে

দুই সন্তানের জনকের ঝুলন্ত দেহ উদ্ধার কল্যাণপুরের রমদয়াল বাড়িতে

দুই সন্তানের জনকের গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চঞ্চল্য এবং শোকের আবহ তৈরি হয়েছে। ঘটনাস্থল কল্যানপুর থানাধীন রামদয়াল বাড়ি এডিসি এলাকার নতুন আবাদী এলাকা। মৃত ব্যক্তির নাম রাম রোদ গৌড় (৩৮) বলে জানা গেছে। ঘটনার বিবরণ দিয়ে মৃত ব্যক্তির ভাই সংশ্লিষ্ট প্রতিবেদককে জানিয়েছেন গতকাল পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। বৃহস্পতিবার রাতের খাওয়া দাওয়ার পরে যে যার মত ঘুমিয়ে যায়, কিন্তু শুক্রবার সকালের আলো ফোটার সাথে সাথেই তারা দেখতে পান তাদের ভাই এর দেহ বাড়ির নিকটবর্তী একটা গাছে ঝুলছে। এই ঘটনায় হতবাক সকলে। কি কারণে মৃত্যু হয়েছে এই প্রশ্নটাই এখন ঘুরছে সংশ্লিষ্ট এলাকা জুড়ে। যদিও অনুমান পারিবারিক কলহের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে।যদিও পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। আপাতত আশা ময়নাতদন্তের পর এবং পুলিশি পূর্ণাঙ্গ তদন্তের পর গোটা ঘটনার রহস্য উন্মোচিত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য