Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসিপিএম দলের চারটি বাম সংগঠনের উদ্যোগে তেলিয়ামুড়া বাজারে সমাবেশ

সিপিএম দলের চারটি বাম সংগঠনের উদ্যোগে তেলিয়ামুড়া বাজারে সমাবেশ

সিপিএম দলের চারটি বাম সংগঠনের উদ্যোগে তেলিয়ামুড়া বাজারে সমাবেশ অনুষ্ঠিত করে বুধবার দুপুর ১১ টা নাগাদ । এই সমাবেশের উদ্দেশ্য ২০২৩ এ রাজ্য বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে । এই সমাবেশে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় যুবনেত্রী মীনাক্ষী মুখার্জী , সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিএম খোয়াই জেলা কমিটির সম্পাদক ডক্টর রঞ্জিত দেববর্মা, সহ চারটি গণ সংগঠনের নেতৃত্বরা। সমাবেশের পূর্বে দলীয়কর্মী রা নেতাজি নগর স্থিত অশ্বিনী ঘোষ স্মৃতি কমিউনিটি হলের সামনে থেকে এক রেলি অনুষ্ঠিত করে । এই রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া বাজারে এসে সমাবেশের স্থলে জমায়েত হয় । এই সমাবেশ কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আটোসাটো । যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে । সমাবেশের শুরুতেই সিপিএম দলের নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন কাজ কর্মের সমালোচনায় মুখরিত হয়ে ওঠে । এদিকে সমাবেশের প্রধান বক্তা অর্থাৎ সর্বভারতীয় যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি ভাষণের শুরুতেই রাজ্য সরকারের প্রতি কামান দাগাতে শুরু করেন । তিনি বলেন,, সিপিএম দলের নেতাকর্মীরা সাধারণ মানুষদের পাশে নিয়ে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে লড়াই সংগ্রাম জারি রেখেছে । নেত্রীর ভাষণের পুরোটাই ছিল বড় মাপের বুলি আওড়ানো সহ মিথ্যার ছয়লাপ । তবে বুধবারের সিপিএম দলের সমাবেশে স্থানীয়দের উপস্থিতি ছিল নেহাৎই কম । যা তেলিয়ামুড়া বাজারে ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষজনরা প্রত্যক্ষ করলো । অন্যদিকে এদিনের এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ১৯ পরিবারের ৫৮ জন ভোটার সিপিএম দলে যোগদান করে । দল ত্যাগ করে আশা কর্মীদের সিপিএম দলে বরণ করে নেন সর্বভারতীয় যুবনেত্রী মীনাক্ষী মুখার্জী এবং সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তবে ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বামপন্থী চারটি সংগঠনে যুবাদের নিয়ে শক্তির মহড়া দিল তেলিয়ামুড়াতে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য