Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসোনামুড়া পাশাপাশি অন্যান্য মহাকুমা গুলিও গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্রে পরিণত

সোনামুড়া পাশাপাশি অন্যান্য মহাকুমা গুলিও গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্রে পরিণত

বাম আমলে গাঁজার সাম্রাজ্য গড়ে উঠেছিল গোটা রাজ্যে। তবে সোনামুড়া মহকুমা গাঁজা চাষের মৃগয়াক্ষেএ বলে পরিচিত গোটা রাজ্যে অভিজ্ঞ মহলের ধারণা।বর্তমানে সোনামুড়া পাশাপাশি অন্যান্য মহাকুমা গুলিও গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে।যেমন কমলনগর,উত্তর কলমচৌড়া ও দক্ষিণ কলমচৌড়া,বাগবের, বক্সনগর,রহিমপুর,পুটিয়া, ভেলুয়ারচর,দুপুরিয়াবান্ধ, নয়নজলা,মানিক্যনগর,এই জায়গাগুলির বিভিন্ন অলিগলিতে গাঁজার রমরমা রয়েছে,তবে সোনামুড়া মহাকুমা বক্সনগর এলাকাগুলি ছাড়াও অন্য জায়গায় বিএসএফ ও পুলিশের গাঁজা বিরোধী অভিযান লক্ষ্য করা যায়।২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা ঘরে তুলবে স্বপ্ন,আর অন্যদিকে নেশার সাম্রাজ্য গড়ে তুলছে একাংশ উচ্চস্তরের পুলিশ আধিকারিকগন থেকে শুরু করে নেতা বাবুরা ও গাঁজা চাষীদের কাছ থেকে প্রতি গাঁজা গাছ থেকে ১০ থেকে ১৫ টাকা করে চাঁদা তুলছে আবার যারা টাকা দিতে পারে না তাঁদের গাঁজা গাছ কেটে দিচ্ছেন পুলিশ বাবুরা,চাঁদা তুলে দেওয়ার জন্য ওসি কৃষ্ণপদ ভৌমিকের তরফ থেকে দায়িত দেওয়া হয়েছিল আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতে দুপুরিয়া বান্দ এলাকার গাঁজা,ইয়াবা টেবলেট,ফেনসিডিলের কুখ্যাত নেশা কারি,এবং রুখিয়া বিদ্যুৎ অফিসের কেবেল তার চোরা কার বাড়ী ইমান হোসেন,ওসি বিষ্ণুপদ ভৌমিক চোর এবং নেশা কারবারীদের সঙ্গে খুব অন্তরঙ্গের মেলামেশা ছিলেন কারণ তারা ওসির পকেট ভারী করে দিতো,একবছর গাঁজা চাষ খানিকটা কমে গেলেও তিন চার’বছর যাবৎ আবার সেই বাম আমলের কায়দায় রমরমিয়ে চলছে গাঁজা চাষ।এ বছর কলমচৌড়া থানাধীন বক্সনগরের বিভিন্ন এলাকায় গাঁজা চাষীরা সরকারী বন দপ্তরের এবং ব্যক্তিগত জায়গায় প্রচুর পরিমাণে গাঁজা রোপণ করেছেন কিন্তু বক্সনগর বন দপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গার গাঁজা চাচিড়া মোটা অংকের কমিশন দিয়ে চুপ করিয়ে দেয় বন দপ্তরের কর্মীদের কে তাই বক্সনগর বন দপ্তরের সম্পদ নষ্ট করে বুক ফুলিয়া গাঁজা রুপন করছেন গাঁজা মাফিয়ারা।কিন্তু বক্সনগরের বন দপ্তরের কর্মীরা কোন পদক্ষেপ নিছে না মোটা কমিশন পেয়ে চুপ নাকে তেল দিয়ে গোমায়, নিউজ কন্টিনিউ চলবে,


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য